Archiveরায়গঞ্জ

কালই জেলায় প্রথম আসছেন মন্ত্রী, সাজো সাজো রব গেরুয়া শিবিরে

 

NBLive রায়গঞ্জঃ মন্ত্রী হওয়ার পর আগামীকালই জেলার মাটিতে প্রথম পা রাখছেন সদ্য নির্বাচিত সাংসদ তথা দেশের নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি। মন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ। সাজো সাজো রব গেরুয়া শিবিরে। প্রথম দিনেই ঠাসা কর্মসূচি রয়েছে মন্ত্রীর। জেলার নেতা-কর্মী ও সমর্থকদের আনন্দে সামিল হওয়ার পাশাপাশি হাফ ডজন কর্মসূচিতে অংশ নেবেন দেবশ্রী। বিজেপি সূত্রে জানা গেছে, মন্ত্রীর সাথে জেলায় আসবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

 

 

কী কী রয়েছে মন্ত্রীর কর্মসূচিতে ? বিজেপি সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় জেলায় ঢুকেই প্রথমে তিনি যাবেন কালিয়াগঞ্জে। সেখানে বিজয় মিছিলে অংশ নেবেন দেবশ্রী চৌধুরী৷ সেখান থেকে রায়গঞ্জ ফিরে দেবীনগর এলাকায় যোগদান কর্মসূচিতে উপস্থিত হবেন দেবশ্রী দেবী ও দিলীপ বাবু। এরপর কসবা মোড় থেকে বেলা ১ টায় বিজয় মিছিলে যোগ দেবেন মন্ত্রী ও রাজ্য সভাপতি। বিকেল পাঁচটা থেকে একটানা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরির।

 

 

Related News

Back to top button