Archiveরায়গঞ্জ

কানকিতে রামনবমীর মিছিলে অস্ত্র

 

NBlive কানকিঃ রামনবমীর একদিন আগেই উত্তর দিনাজপুর জেলার কানকিতে অস্ত্র হাতে মিছিল করল বিজেপি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শনিবারের মিছিলে অস্ত্র হাতে বেশ কয়েকজন যুবককে মিছিলে হাঁটতে দেখা যায়।

আরও পড়ুনঃ অনুমোদন ছাড়াই চলছে ও পি ডি

এদিনের মিছিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জমায়েত লক্ষ্য করা গিয়েছে। অস্ত্র সমেত মিছিল হলেও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলটি শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে।

বিজেপির পাশাপাশি এদিনের মিছিলে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস দলের সমর্থকদেরও পা মেলাতে দেখা গিয়েছে। দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে। এদিন দুপুর দুটো নাগাদ কানকি রেক স্টেশন থেকে মিছিলটি শুরু হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related News

Back to top button