NBlive রায়গঞ্জঃ এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এলাকায়। আত্মঘাতী ওই কলেজ ছাত্রীর নাম সুচিত্রা রায় (১৯)। সে ইটাহার মেঘনাদ সাহা কলেজের ছাত্রী বলে জানা গেছে।
রবিবার সকালে বাড়ির পাশের বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। ওই ছাত্রীর পিসতুতো দাদা রতন চৌধুরী বলেন, সকালে সুচিত্রার সাথে কথা বলে বাজারে যাই। ফিরে এসেই এই ঘটনা জানতে পেরে হতবাক হই।
ওই কলেজছাত্রীর অকস্মাৎ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কিন্তু কী কারণে আত্মঘাতী হলো ওই কলেজছাত্রী সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।