Nblive পোর্টজিনঃ
দাবি ও সঙ্কল্প
সুতপা রায়
হিংস্র হায়না হানায়
খোয়া গেল ময়না
পিদিম জ্বালানোর আগে ইস্তক
ডাকনু তাকে মাঠ ঘাট বনময়
সাড়াখান মিলে না
আয় ছেড়ি
তোর পড়ার সময়
গুছাই রাখছি বইখাতা
আইন তাবড় তুখড় কথা
বড় হয়ে পড়িস বিটি
অন্ধ মেয়ের দুচোখ হ’তি
খুলতি হবে পট্টিটা
“ন্যায় অন্যায় জানিনে” ঢঙে
বাইরে পাতা চৌকিটা
টিকি দাড়ি পাগড়ি জোব্বা
নেড়েচেড়ে ঝেড়ে মুছে
দিস ঠুকে ঠিক শিক্ষে যা
বাঘা তেঁতুল হ’য়ে যাস বাছা
ঘেরাটোপে অন্ধকারে
কেউ যেন ছেঁড়ে না মান
কষ্টে-সৃষ্টে বেড়ে ওঠা
জোনাকির স্পন্দন
মা আমার ঘুরিস কোথায়
অজানা বিভুঁই
পোড়া রাস্তায় ;
ঘরে আয় শীগগির্
প্রস্তুত পাঠশালা
লড়াই ,লড়াই অনন্ত জ্বালা
মাথার ভেতর
চাগায় স্পর্ধা
উদোম জোর
তুই নিজে রক্ষী
নিজেই তোর
আয় মাঈ মুই যত্ন নিব
বুকের আগুন তোরেই দিব
চোখের ভেতর আগুন পুরে
জ্বলে উঠবি সাহস করে
হায়না যখন বায়না ধরে
অবশ করে রাখিস দূরে
শাস্তি চাই ,স্বস্তি চাই ,শান্তি চাই,
মিছিল ধরে হাঁটতে চাই
সমান মান সম্মান চাই
রাষ্ট্র পাশে দাঁড়াক তাই
আয় রে আমার লক্ষ্মী মাঈ
আয় আয় আদর মাখাই
মা হ’য়ে তোর
হকের দাবি
শক্ত শরীর ,মন গড়াই
রক্ত দান
সুতপা রায়
হাহাকারের ভেতর
বেঁচে আছি
হাত ধর
তুমি আর তুমিও
পৃথিবী সরস কমলালেবু থাকুক
দার্জিলিং ,বাংলা ,ভারতের
সুডৌল কমলালেবু
আগ্নেয়াস্ত্র থেমে যাও
পরিশ্রুত সূচ দিয়ে
এসো প্রবাহ , বিশুদ্ধ যোগ
জীবাণুশূন্য বোতলে
যা দিয়ে
সংরক্ষণ করতে পারি জীবন
আড়ি নয় ভাব
এখানে রক্তের অভাব
রক্তধারা-স্নান নয় , নয় বন্যা
শিরা ও ধমনীতে ব’য়ে যাক
আপন জনের উষ্ণতা
মাত্রা মাত্রা আত্মীয়তা