Archiveপোর্টজিন

কবিতাগুচ্ছ; শান্তনু মিশ্র

কবিতাগুচ্ছ; শান্তনু মিশ্র

 

ইশতেহারের শেষ পাতায়

ক্ষুধা আর সভ্যতার মাঝে
একটা ভ্যাপসা গলি
এঁকেবেঁকে ঢুকে পড়ে প্রায়

কফিন কাঁধে রক্তত্রিভূজ
শতাব্দীর শেষ পাতায়
ঢেউ এঁকে দিল, তবু

আঙুলে আঙুল রাখো, কমরেড
ঠোঁটে ঠোঁট…

মিছিল

সন্ধে নামলেই যে গাছগুলি
নুইয়ে পড়ে হাওয়ায়,
তাদের কাছে
কুয়াশা সম্পর্কে দু-চার কথা
জানতে চেয়েছিলাম

মাথার ভেতর
যে কলোনিয়াল হাসি মাখা রোদ
মোমবাতিদের হত্যাদৃশ্য সাজিয়েছিল
তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম
সঞ্জিতা টুডু ও ধানী মার্ডি প্রসঙ্গে

আদিবাসী মিছিলের পাশে,নতজানু,
চিৎকার করে বলেছিলাম—
“WE WANT JUSTICE”

আমাদের বর্ষার বিকেল
ফুরিয়ে আসছে দেখে
ক্ষমতার মাথা তাক করে
ছুঁড়েছিলাম পাটকেল

মিছিলের গায়ে আগুন ছিল তাই
মিছিলের গায়ে আগুন থাকে তাই

নিরুপদ্রব পৃথিবীর
ছিঁটেফোঁটা রক্তের ভেতর
আমি…
আমরা…

তোমাকে চেয়েছিলাম

সম্পর্কের উপগলি ছিঁড়ে

ক-বর্গ

একটার পর একটা উপগলি ছিঁড়ে
জন্ম নিচ্ছে
বৃষ্টিরেখায় দ্বিখন্ডিত হারমনি

চ-বর্গ

প্রেমিকার দীর্ঘ নগ্ন ঊরু…
সহজ হয়ে এল খ্রিস্টপূর্ব শূন্যতা

ট-বর্গ

ছায়া কেটে কেটে রেলরাস্তা পেরিয়ে
আমাদের সম্পর্কের ভাঁজে ঢুকে পড়ে
বিনির্মাণের ঝোঁক…

ত-বর্গ

এলোমেলো চুল… ফুসফুসের লম্বা ছায়া…
সেই অবধি হ্যাঁচকা টানে
সাজিয়ে দেবো
দীর্ঘ ঈ

প-বর্গ

ক্ষত গভীর হলে, জেনো
দৃশ্য জন্ম নেবে তোমার রেটিনায়

Related News

Back to top button