NBlive রায়গঞ্জঃ মাধ্যমিক পরীক্ষার্থীকে এডমিট সহ সময় মতন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে মানবিকতার পরিচয় দিলেন রায়গঞ্জের সিভিক ভলান্টিয়ার সুরজিৎ গোস্মামী। মঙ্গলবার জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছে মাধ্যমিক পরীক্ষার্থী শৈলেশ বর্মন জানতে পারেন এডমিট কার্ড ছাড়াই সে এসেছে পরীক্ষা দিতে।
এরপরেই কান্নায় ভেঙে পড়ে ওই পরীক্ষার্থী। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে একটি বছর নষ্ট হয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিতকে চাক্ষুস করে কান্নায় ভেঙে পড়ে শৈলেস। জানা গেছে, শুশিহার গ্রামের বাসিন্দা শৈলেস কর্ণজোড়া হাইস্কুলের ছাত্র। এদিন সকালে জীবন বিজ্ঞান পরীক্ষার শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছায় সে। কিন্তু পরীক্ষা কেন্দ্রের সামনে এসে সে জানতে পারে তাড়াহুড়োতে এডমিট কার্ড সে বাড়িতেই ফেলে এসেছে।
এদিকে এই খবর পেতেই মাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্য করতে এগিয়ে আসেন সিভিক ভলান্টিয়ার সুরজিৎ। মোটর বাইক নিয়ে সে রওনা দেয় শৈলেসের বাড়ির উদ্দেশ্যে। এরপর নির্ধারিত সময়ের আগেই শৈলেসকে এডমিট কার্ড সহ পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি। মানুষ হিসেবে একজন পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি মাত্র বলে সুরজিৎ জানালেও তাঁর এই সাহায্যে সারা জীবন কৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন শৈলেস।