NBlive চোপড়াঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া। দুষ্কৃতীদের গুলিতে নিহত এক বিজেপি কর্মী। মৃত ওই বিজেপি কর্মীর নাম মহম্মদ আমেরুল। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের দেহে তিনটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে তাঁর।
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চোপড়ার ধনিয়াবস্তি এলাকায়। জানা গেছে, মহম্মদ আমেরুল এদিন সন্ধ্যায় ২২ নম্বর পঞ্চায়েত সমিতির দলীয় প্রার্থী ইতি বেগমের বাড়িতে গিয়েছিলেন। বৈঠক সেরে বাড়ি থেকে বেরোনর সময় মোটরবাইক করে তিন দুষ্কৃতী হামলা চালায় আমেরুলের উপরে।
দুষ্কৃতীদের ছোড়া তিনটি গুলি আমেরুলের বুকে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কর্মীকে হত্যা করেছে।