NBlive ইটাহারঃ তৃণমূল কর্মী বিকাশ মজুমদারকে গুলি করে হত্যা করার ঘটনায় একজনকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। ইটাহার থানা সূত্রে জানা গেছে ধৃতের নাম সুকুমার দাস। ধৃতকে রবিবার রায়গঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, বছর পাঁচেক আগে গ্রামের এক নাবালিকা মেয়েকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছিল এই সুকুমার। ঘটনায় অন্যতম সাক্ষী হিসেবে আদালতে দাঁড়িয়েছিলেন বিকাশ মজুমদার। পক্সো মামলায় পাঁচ বছর হাজতবাসের পর গতমাসে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায় সে। অভিযোগ, জামিনে বাইরে আসার পরেই বিকাশ মজুমদারকে হুমকি দেয় সুকুমার।খুনের ঘটনার তদন্তে নেমে ইটাহার থানার পুলিশ এই তথ্য পেতেই হত্যার ঘটনার সাথে সুকুমারের জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত এদিন ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।