NBlive রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সহ-সভাপতি হলেন দীনদয়াল কল্যাণী। পঞ্চায়েত ভোটে প্রার্থীপদ নিয়ে দলের সাথে মতানৈক্যের জেরে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল জেলা সহ-সভাপতিকে। এরপর থেকেই ওই পদটি ফাঁকা ছিল এই জেলায়। এরপর রবিবার তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে সহ-সভাপতি করা দীনদয়াল কল্যাণীকে।
রায়গঞ্জ পুরসভার নির্বাচনের আগে কংগ্রেসে থেকে লড়াই করলেও মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়ার শেষ হবার আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রায়গঞ্জের প্রাক্তন পুরপতি তথা শিল্পপতি দীনদয়াল কল্যাণী। এরপর থেকেই তৃণমূলের হয়েই রাজনৈতিক ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এবার দলের জেলা সহ-সভাপতি হওয়ায় দলকে সাংগঠনিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করছেন দীনদয়াল বাবু।