Archiveইসলামপুর

উচ্চ মাধ্যমিকে পঞ্চম ইসলামপুরের সাগর, নবম শুভম

 

 

Nblive রায়গঞ্জঃ উচ্চ মাধ্যমিকে পঞ্চম ইসলামপুরের সাগর। ৪৯১ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে সে৷ এই মুহূর্তে জেলার বাইরে থাকার কারণে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। এদিকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় নবম স্থান দখল করেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র শুভম পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা ব্যবসায়ী বাবা সনাতন পালের ছেলে শুভম পাল এতটা ভালো ফল আশা করেনি সে।

 

 

Related News

Back to top button