NBlive রায়গঞ্জঃ পুরী, মায়াপুর, নবদ্বীপ সহ একাধিক তীর্থক্ষেত্র ভ্রমণ করে ফেরার পথে ইটাহারে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস। ঘটনায় আহত ৫০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কালামাটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।
আহতদের প্রথমে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গেছে, কোচবিহারের দিনহাটার মহিলা ও পুরুষ মিলিয়ে ৬০জন তীর্থযাত্রী ট্যুরিস্ট বাসে পুরী, নবদ্বীপ মায়াপুর সহ একাধিক স্থানে তীর্থ করতে বেরিয়েছিলেন।
ভ্রমণ শেষে শুক্রবার সন্ধ্যায় মায়াপুর থেকে দিনহাটার উদ্দেশ্যে বাসটি রওনা দিলে এদিন সকালে ইটাহারের কালামাটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় আহত হন কমবেশি প্রায় ৫০ জন যাত্রী।