NBlive ইটাহারঃ জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী তুলতে গিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কালোমাটিয়া এলাকায়। মৃত ওই টোটো চালকের নাম ভগীরথ মন্ডল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই টোটোর এক যাত্রীও। তাঁকে জখম অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কালোমাটিয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী তুলছিল ওই টোটোটি। সেই সময় রায়গঞ্জগামী একটি পিক আপ ভ্যান পেছন থেকে সজোরে টোটোটিকে ধাক্কা মারলে বেশকিছুটা দূরে গিয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে টোটোটি। এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে পিক আপ ভ্যানটিও।
এদিকে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালককে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিকে আহত টোটোর যাত্রীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই ট্রাফিক পরিষেবার দাবী তুলে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে ইটাহার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।