Archiveরায়গঞ্জ

আমার মধ্যে মোদীজির ছোঁয়া পেয়েছে মানুষ – দেবশ্রী চৌধুরী

 

NBlive রায়গঞ্জঃ “উত্তরবঙ্গের মানুষ আমার মাধ্যমে মোদীজিকে খুঁজছে। মোদীজিকে হয়ত খুঁজে পেয়েছে। কোনও একটা ছোঁয়া পেয়েছে।” শুক্রবার সকালে রায়গঞ্জের রাস্তাঘাট, বাজারে প্রচারে সেরে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

এদিন সকালে দলীয় কর্মীর বাড়িতে চা খেয়ে দেবীনগর বাজারে নির্বাচনী প্রচার করেন দেবশ্রী চৌধুরী। বাজারের ক্রেতা, বিক্রেতার সাথে কথা বলেন। চা বিক্রেতা, চর্মকার, আখ বিক্রেতাদের সাথে কথা বলে ভোট প্রার্থনা করেন। এরপর রায়গঞ্জ সংশোধনাগারে পৌঁছান তিনি। সেখানে জেলবন্দী দলীয় কর্মীর সাথে দেখা করেন দেবশ্রী চৌধুরী।

সংশোধনাগার থেকে বেরিয়ে দেবশ্রী দেবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “উত্তরবঙ্গের মানুষ আমার মাধ্যমে মোদীজিকে খুঁজছে। সেই মোদীজিকে হয়ত খুঁজে পেয়েছেন, ছোঁয়া পেয়েছেন।” সেই কারণে মানুষ উদ্বেলিত হয়ে উঠেছে। গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে দলের কর্মী জেলবন্দী। তাঁকে সান্তনা দিতে এসেছিলাম সংশোধনাগারে। দেবশ্রী দেবী জানান, তাঁর হয়ে প্রচারে রায়গঞ্জে আসতে পারেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ। তবে কবে আসবেন তাঁরা সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

 

 

Related News

Back to top button