NBlive রায়গঞ্জঃ বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর এই প্রথম আন্তঃশ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে।
বুধবার খেলা দেখতে মাঠে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগ, তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষক দীপক মিশ্র সহ অন্যান্যরা। দীপক মিশ্র বলেন, পঠন-পাঠনের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।