Nblive অপরাজিতা জোয়ারদারঃ ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি – নির্ভেজাল প্রেম সপ্তাহ পালন হচ্ছে বিশ্বজুড়ে। বাঙালী মনে ‘ফাগুন’ লাগার সাথে সাথে ‘ভ্যালেন্টাইনস উইক’ সেলিব্রেশনও কিন্তু পিছিয়ে নেই। ৮ই ফেব্রুয়ারি – প্রোপোজ ডে পালন করবেন প্রেমিক যুগলরা। আর যারা তাদের পছন্দের মানুষটিকে এখনও বলেই উঠতে পারেননি মনের কথা, তাদের কাছে দিনটির অর্থই আলাদা। রোজ ডে-র রাতে না ঘুমিয়ে দুরুদুরু মনে চিন্তা করা – কীভাবে প্রোপোজ ডে-তে প্রেম নিবেদন করা যায় মনের মানুষটির কাছে। যদি সে না করে!!
তবে তো আবারও একবছর ধরে পারফেক্ট প্রোপোজের প্ল্যানিং। যদিও ক্রাস হোক বা সত্যিই মন কেড়ে নেওয়া কেউ- তাকে প্রেম নিবেদনের কোনো বাঁধাধরা দিন নেই। তবু প্রেম পার্বণের প্রতিটি দিন সমান ভাবে উপভোগ করতে চান প্রেমিক প্রেমিকারা। কথায় বলে “লাভ ইজ ইন দা এয়ার”। লগ্নজিতার কন্ঠে “বাতাসে বহিছে প্রেম”। সে যে, যে ভাষাতেই বলুক- ভালোবাসার অনুভূতি কিন্তু এক। তাই প্রেম পার্বণের দ্বিতীয় দিন অর্থাৎ প্রোপোজ ডেতে নানা ভাষার প্রেম নিবেদন থাকছে সকল প্রেমিক প্রেমিকাদের জন্য-
ইংরেজি – আই লাভ ইউ
বাংলা- আমি তোমাকে ভালোবাসি
হিন্দি- হম তুমসে প্যার করতে হ্যায়।
এই তিনটি ভাষা ছাড়াও কিছু ভাষা আজকের দিনের জন্য-
অ্যারাবিক – অ্যানা বেহিবাক (প্রেমিককে বলতে)
অ্যানা বেহিবেক ( প্রেমিকাকে বলতে)
আর্মেনিয়ান- ইয়েজ কেজ সিরুমেন।
বেলারুশীয়- ইয়া তবে কাহাউ
বুলগেরীয়- অবিকাম তে
কম্বোডিয়ান- সরো ল্যান নেহ আ
ডেনিস- জেগ এলস্কের ডিগ
ডাচ- এক হউ ভ্যান জউ
এথিওপিয়ান- আফগ্রিকি
ফার্সি- ডোজেট ডারাম
ফ্রেঞ্চ- জে টি’এইম জে টি’এডোর
জার্মান- ইচ লিইবে ডিচ
গ্রীক- স’গাপো
হিব্রু- অ্যানি ওহেব ওতচা ( প্রেমিক কে বলতে)
ওহেবেত ওতচা ( প্রেমিকা কে বলতে)
ইন্দোনেশীয়- সায়া আকু সিন্তা পাডামু
আইরিশ- তেইম ই’নগ্রা লিট
ইতালিয়ান- তি আমো
জাপানিজ- আইজতেরু
কোরেঙ্গ- সারাঙ্গ হেও
ল্যাতিন- তি আমো
মেসেডোনিয়ান- তে সাকাম
মরোক্কান- অ্যানা মোয়াজাবা বিক
নরওয়ে- জেগ এলস্কার ডেগ
পার্সিয়ান- ডু সিড ডারাম
পর্তুগিজ- এও তে অ্যামো
রোমানিয়ান- তে ইসুবেস্ক
রুশিয়ান- ইয়া তেব্যা লিউব্লিউ
সার্বিয়ান- ভলিম তে
স্লোভাক- লুবিম তা
স্প্যানিশ- তে ক্যোরো
তাহিতীয়- উয়া হেয়ার ভ লা ওএ
থাই- চ্যান র্যাক খউন
তুর্কিস- সেনি সেভিওরাম
অসমীয়া- মই তোমাকে ভাল পাও
কাশ্মীরি- ম্যে ছা চেন মাই
সিন্ধি- মা তোকে প্যার কেন্দো আহান
গুজরাটি- হু তুনাই প্রেম করছু
রাজস্থানি- ম্যা তন্নে প্যায়ার করু
পঞ্জাবি- ম্যায় তনু প্যায়ার করদা
মারাঠি- হো মে তুলা প্রেম করতো
কন্নাডা- নান্নু নিনানু প্রিতিসুথেনে
তামিল- নান উন্নে কথালিক্কিরেন
নেপালি- ম তিমিলাই মায়া গর্চ্ছু।
ভ্যালেন্টাইন সপ্তাহ নিয়ে বাঙালি মনে যতই বিতর্ক থাক দেরি না করে এমন দিনে মনের মানুষকে প্রেম নিবেদন করতে ক্ষতি কি!!