Archiveপোর্টজিন

অশান্ত রায়গঞ্জের সন্ধ্যায় ব্যান্ডেজ থেকে বেড়িয়ে এল ডেটলগন্ধ

Nblive পোর্টজিনঃ এক্স রে প্লেট থেকে উঠেই ব্যান্ডেজের মোড়ক খুলে প্রকাশ পেল স্রেফ একটা ডেটলগন্ধ…

রায়গঞ্জ প্রেস ক্লাবে সন্ধ্যা ৭টা নাগাদ “বনাম”-এর আয়োজনে আজ প্রকাশিত হল তরুণ কবি ও সম্পাদক শান্তনু মিশ্র-র প্রথম কাব্যগ্রন্থ “স্রেফ একটা ডেটলগন্ধ”। প্রকাশক কবিস্টেশন। বইটি উৎসর্গ করা হয়েছে “পরিচারিকা আশা-কে”।

ট্রে নয়, রীতিমতো এক্স রে প্লেটে ব্যান্ডেজমোড়ক খুলে এক ফর্মার কবিতার বই প্রকাশ করলেন লেখক দেবেশ কান্তি চক্রবর্তী ও কণ্ঠশিল্পী শুভব্রত লাহিড়ী।

পাশাপাশি ডিবেটার্স সোসাইটি “বনাম”-এর আত্মপ্রকাশ ঘটে এদিন। “বনাম” সম্পর্কে আলোকপাত করে তরুণ নাট্যকর্মী দীপাঞ্জন ঘটক বলেন, “বর্তমান ব্যবস্থায় আলোচনার স্পেস ক্রমাগত কমে আসছে। ফলত মুক্ত আলোচনার পরিসরের কথা মাথায় রেখেই বনাম”।

বইপ্রকাশের পাশাপাশি কবিতাপাঠ করেন অভিজিৎ সরকার, অঞ্জন রক্ষিত, ঈশিতা দে সরকার, শুভ্র শঙ্কর নাগ ও শুভব্রত লাহিড়ী।

“কাঁচি ও পোস্ট ট্রুথ”নিয়ে যথেষ্ট জরুরি দিকগুলি তুলে ধরেন সঞ্জীব বিশ্বাস, দেবাশিস বিশ্বাস ও জয়ন্ত ভট্টাচার্য।

এই সামগ্রিকতার মাঝে সুর জুড়ে দিয়েছে স্বপ্নের ফেরিওয়ালা ও দেবব্রত পালের গান।

ছাত্র-ছাত্রী, গবেষক- অধ্যাপক, সাধারণ পাঠক-শ্রোতাদের যথেষ্ট সান্নিধ্যে লালিত পালিত হবে “বনাম”, এ বিষয়ে যথেষ্ট আশাবাদী আয়োজক তথা উপস্থিত দর্শক-শ্রোতারা।

Related News

Back to top button