Nblive অপরাজিতা জোয়ারদারঃ কলকাতার রাজারহাট সিটি সেন্টারের স্যুসোটেলে অনুষ্ঠিত হল এফ বি বি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া ইস্ট ২০১৮। ভারতের সবচাইতে গ্ল্যামারাস ও মর্যাদাসম্পন্ন এই বিউটি প্যাজেন্ট শো তে ইস্ট জোনের ১৩ টি রাজ্যের জয়ীদের নাম ঘোষণা করা হয়। পূর্ব ভারতের ছত্তিসগড় , বিহার, ওড়িশা, সিকিম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ,মনিপুর এবং পশ্চিমবঙ্গ থেকে অংশ নেওয়া সুন্দরীদের উপস্থিতিতে বৃহস্পতিবার মোহময়ী হয়ে উঠেছিলো অনুষ্ঠান পর্ব।
আগামী জুন মাসে মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলা এফ.বি.বি মিস ইন্ডিয়া ২০১৮ -র গ্র্যান্ড ফিনালেতে ডিরেক্ট এন্ট্রির লাইফটাইম সুযোগ দেওয়া হয় বিজয়ীদের। ফাইনালিস্টদের মেন্টর ছিলেন “কমান্ডো” খ্যাত বলিউডের অভিনেত্রী পূজা চোপড়া। এছাড়াও বিচারকের দায়িত্বেও ছিলেন তিনি। তিনি ছাড়াও পরিচালক সৃজিত মুখার্জী, টলিউডের শুভশ্রী গাঙ্গুলী, বনি সেনগুপ্ত, ডিজাইনার কোমল সুদ বিচারকের আসন অলংকৃত করেছেন।
ঊষা উত্থুপ ও মানসী স্কটের পারফরমেন্স আচ্ছন্ন করে রেখেছিল দর্শকদের। মেয়ং চ্যাং-এর অনুষ্ঠান পরিচালনাও মন কেড়েছে সকলের। এদিন এফ.বি.বি ফেমিনা মিস ইন্ডিয়া ইস্ট ২০১৮-র ঘোষিত বিজয়ীরা হলেন –
অসিন মসু ( অরুনাচল প্রদেশ)
সুনয়না কামাথ ( আসাম)
ভাবনা জৈন (বিহার)
স্পন্দনা পাল্লি (ছত্তিসগড়)
স্টেফি প্যাটেল (ঝাড়খণ্ড)
নিমরিত কউর ( মনিপুর)
মেরি খেয়ারীম ( মেঘালয়া)
লিলি লারেমকিমি দার্নেই (মিজোরাম)
কাহেলী চোফি ( নাগাল্যান্ড)
শ্রুতীক্ষা নায়েক (ওড়িশা)
প্রমীলা ছেত্রী ( সিকিম)
মৌমিতা দেববর্মা ( ত্রিপুরা)
প্রার্থনা সরকার ( পশ্চিমবঙ্গ)।
প্রত্যেক প্রতিযোগিনীকে ২ টি কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছে। ফ্লোরাল, মোরোক্কান প্রিন্ট, নানা ধরনের পাপেট ডিজাইন, অ্যাক্সেসরি, হলি ব্যাগ সহ এফ.বি.বি -র মোহময়ী আউটফিটে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন প্রতিযোগীরা। এছাড়াও চান্দেরী স্টিচে সিফন, সিল্ক এর পোষাকে জয় মিত্র সিন্ড্রেলা স্টোরি কালেকশন রূপকথার গল্পের মত ফুটে উঠেছিল। প্রতিযোগিনীদের সুক্ষ্ম অ্যান্টিক স্বর্ণালঙ্কারের দায়িত্বে ছিলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।
মিস ইন্ডিয়া ভারতের সবচাইতে গ্ল্যামারাস বিউটি কন্টেস্ট। সৌন্দর্য, কোমনীয়তা, বুদ্ধিদীপ্ততা- সব মিলে বিশ্বের দরবারে কে হবেন ভারতের প্রতিনিধি তা নিয়ে আগ্রহী থাকেন সকলেই। মিস ইন্ডিয়া এখন ভারতের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিনীদের স্বপ্ন পূরণের হাতছানিকে বাস্তব রূপ দিয়েছে। এর আগে এই প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মানচিত্রে উঠে আসা ঐশ্বর্য রাই, সুস্মিতা সেন, দিয়া মির্জা, প্রিয়াঙ্কা চোপড়া, মানুষী চিল্লুররা গর্বিত করেছেন দেশবাসীকে।