Archiveরায়গঞ্জ

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পরিকাঠামো পরিদর্শনে স্বাস্থ্য প্রতিনিধি দল

Nblive রায়গঞ্জঃ নির্মীয়মাণ রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখলেন স্বাস্থ্য দফতরের দুই সদস্যের প্রতিনিধি দল।  রবিবার বেলা ১১টা নাগাদ দুই সদস্যের ওই প্রতিনিধি দল মেডিক্যাল কলেজে দ্রুত পঠন-পাঠন শুরুর বিষয় নিয়ে পরিকাঠামো পরিদর্শন করেন বলে হাসপাতাল সূত্রে খবর। প্রতিনিধি দলে ছিলেন, এন আর এস মেডিক্যাল  কলেজের অধ্যাপক শৈবাল মুখার্জী, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল অজয় রায় সহ এম এস ভি পি অরিজিৎ মুখার্জী এবং রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত প্রিন্সিপ্যাল দিলিপ কুমার পাল সহ অন্যান্যরা। এদিন এই পরিকাঠামোর পাশাপাশি, সিসিইউ, এসএনসিইউ ও পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিনিধি দলের সদস্যরা।

Related News

Back to top button