NBlive রায়গঞ্জঃ দাঁড়িভিটা পরিদর্শনে রবিবার মুকুল রায় সহ বিজেপির রাজ্য ও কেন্দ্রের একাধিক নেতৃত্ব আসতে চলেছেন জেলায়। গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনাস্থল সহ মৃতের পরিবারের সাথে দেখা করবেন এই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন, আমরা চেয়েছিলাম দাঁড়িভিটার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য ও কেন্দ্রের নেতৃত্ব আসুক। আমাদের দাবী মেনে রবিবার মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব আসতে চলেছেন দাঁড়িভিটায়। ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনের সাথেও কথা বলবেন রাজ্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা বলে জানিয়েছেন শঙ্কর বাবু।