Archiveইসলামপুর

যেখানে প্রাণের ভয় সেখানে চাকরি নয়, আর্তনাদ উর্দু শিক্ষকের

NBlive রায়গঞ্জঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগপত্র হাতে দাঁড়িভিট স্কুলে যোগদান করতে গিয়েছিলেন উর্দুর শিক্ষক সানাউল্লা রহমানি। কিন্তু পরিস্থিতি এতটা জটিল ও ভয়ঙ্কর হয়ে উঠবে তিনি ভাবতেও পারেন নি। রবিবার ইসলামপুর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক গোপন ডেঁরা থেকে সানাউল্লার দাবী, ” যেখানে প্রাণের ভয় সেখানে চাকরি নয়।

সানাউল্লা রহমানি বলেন, খুব আতঙ্কের মধ্যে রয়েছি। ঘরের জানালা, দরজা বন্ধ করে রেখেছি। স্কুল সার্ভিস কমিশন এমন জায়গায় পাঠালো যে এখানে প্রাণের ভয় দেখা দিয়েছে। আমার জানা ছিলনা এখানে আসার পর এমন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে। আসার পর থেকেই প্রচন্ড হয়রানি হতে হয়েছে।
তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগপত্র দেওয়া হয়। ১৪ সেপ্টেম্বর স্কুলে যোগ দিতে আসি। এরপর প্রধানশিক্ষক বলেন, স্কুলে নিয়োগপত্র এলে যোগদান করানো হবে। নিয়োগপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলার পর প্রধানশিক্ষক ২০ সেপ্টেম্বর যোগ দিতে বলেন স্কুলে।

এই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন সানাউল্লা। তিনি বলেন, “যেখানে প্রাণের ভয়, সেখানে চাকরির আমার প্রয়োজন নেই। সেদিন কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছিলাম। আমাকে না মারলেও লাঠি-ডান্ডা দেখানো হয়েছিল। জোড় করে স্কুলের প্যাডে মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছিল। বলা হয়েছিল “আমি স্কুলে থাকতে চায় না” লিখতে”। সানাউল্লার দাবী, এমনটা লিখলে তো আমি চাকরিটাই চলে যাবে। সানাউল্লার আর্জি, “অন্যকোনও স্কুলে আমাকে চাকরি দিন। এখানে থাকলে প্রাণে মারা যাবো”। কলকাতায় পরিবার চিন্তায় রয়েছে। এখানে আর নয় বলেও মন্তব্য করেন উর্দুর শিক্ষক।

Related News

Back to top button