Archiveরায়গঞ্জ

মিড-ডে মিলের খাবার খেয়ে মান যাচাই জেলা শাসকের

NBlive রায়গঞ্জঃ মিড-ডে মিলের খাবার খেয়ে মান যাচাই করলেন জেলা শাসক। উত্তর দিনাজপুর জেলায় এসে বিভিন্ন ব্লকে ব্লকে পৌঁছে বিভিন্ন রকমের উন্নয়নের কাজের অগ্রগতি ও পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন নব নিযুক্ত জেলা শাসক অরবিন্দ মীনা। মঙ্গলবার দিন সেই কাজ খতিয়ে দেখতেই জেলা শাসক পৌঁছান কালিয়াগঞ্জ ব্লকে। সেখানে ব্লক অফিসে বিডিও সহ অন্যান্য আধিকারকদের সাথে নিয়ে একপ্রস্ত বৈঠক সারেন জেলা শাসক। কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

এদিকে ব্লক অফিস থেকে বেরিয়ে ভারত-বাংলা সীমান্ত এলাকা রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত অফিসেও যান জেলা শাসক। কাজের তদারকি করেন এবং ডালিমগাঁও কাটাহার অঙ্গনওয়ারি কেন্দ্রে গিয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে মান যাচাই করেন তিনি। জেলা শাসকের আচমকা পরিদর্শনে খুশি গ্রামের সাধারণ মানুষেরা।

Related News

Back to top button