মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গোলাপ হাতে করণদিঘির বিধায়ক ও আইসি

NBlive করণদিঘিঃ সোমবার থেকে শুরু হলো ২০১৮ মাধ্যমিক পরীক্ষা। এদিন বেলা ১২ টা থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। তাই পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুল গেটের সামনে উপস্থিত ছিলেন করণদিঘিত বিধায়ক মনোদেব সিনহা। হাতে গোলাপ ফুল নিয়ে উপস্থিত ছিলেন করণদিঘি থানার আইসি পরিমল সাহাও।

আইসি পরিমল সাহা ও বিধায়ক মনোদেব সিনহা বলেন, পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে স্কুল গেটে ঢোকার মুখে পুলিশের হাতে লাঠির বদলে গোলাপ ফুল দেখে কিছুটা হলে হতবাক ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৫৯৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১৪০৭০ জন ও ছাত্রীর সংখ্যা ২৪৫২৩ জন। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মোট ১০২ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ মহকুমা এলাকায় রয়েছে ৫০ টি ও ইসলামপুর মহকুমা এলাকায় রয়েছে ৫২ টি স্কুল। যার মধ্যে ২২টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Exit mobile version