বৃদ্ধ মা বাবার উপরে অত্যাচার, বাড়ি দখলের অভিযোগ, ছেলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় দম্পতি

NBlive রায়গঞ্জঃ মা বাবার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রোজগেরে ছেলে বিরুদ্ধে এমন অভিযোগেই সরব হলেন রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা নিমাই ঘোষ ও সরস্বতী ঘোষ। প্রতিকার চেয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ ওই বৃদ্ধ দম্পতি।

জানা গেছে, সুভাষগঞ্জের নিজের বাড়িতেই থাকতেন নিমাই ঘোষ ও সরস্বতী ঘোষ। ছোট ছেলে মানিক ঘোষ ও তাঁর স্ত্রী একই বাড়িতেই থাকেন। অভিযোগ, ছেলে রোজগার করলেও বৃদ্ধ অবস্থাতেও নিমাই বাবুকে রোজগার করে নিজের সংসার চালাতে হয়। নিমাই বাবুর আরও অভিযোগ, বাড়িটি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য শারীরিক ও মানসিক ভাবে অত্যাচারও চালায় ছেলে মানিক।

 

এই অভিযোগ নিয়ে প্রথমে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন নিমাই ঘোষ। পঞ্চায়েতের তরফ থেকে ছেলে মানিক ঘোষকে এই বিষয়ে সতর্ক করা হলেও অত্যাচারের পরিমাণ কমেনি। এরপর বৃহস্পতিবার বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় ছেলে বলে অভিযোগ করেন নিমাই বাবু। রাতভর রাস্তায় কাটানোর পর এদিন সকালে স্থানীয়দের নজরে বিষয়টি আসে। চা পাউরুটি খাওয়ান স্থানীয়রা। এরপরেই প্রতিকার চেয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ছেলে মানিক ঘোষ। তাঁর দাবী, বাবা মায়ের উপর তিনি কোনও অত্যাচার করেন নি। স্থানীয় বাসিন্দাদের উস্কানিতেই বাড়ি ছেড়েছেন তাঁরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Exit mobile version