NBlive রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ১০০% করার লক্ষ্যে জেলার ইমামদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার রবীন্দ্রভবনে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী এ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্তারা।
প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধির জন্য ইমামদের নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এদিন এই সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা প্রশাসন।
জানা গেছে, এর আগে একবার ইমামদের বৈঠক করেছিল জেলা প্রশাসন। সেই বার ৫৭ % প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধি পেয়ে ৮১% হয়েছিল। এইবারও ইমামদের নিয়ে সচেতনতা শিবিরের পর এই হার আরও কিছুটা বাড়বে বলেই মনে করছে জেলা প্রশাসন। সূত্রের খবর, জেলায় বর্তমানে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৮১% হলেও ইসলামপুর মহকুমায় এই হার মাত্র ৫০%। এদিন পতঙ্গবাহিত রোগ সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হয়।