দাঁড়িভিটে পৌঁছলেন সেভ ডেমোক্রেসি ফোরামের সদস্যরা

NBlive ইসলামপুরঃ বাম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের পরে এবার দাঁড়িভিটে পৌঁছলেন সেভ ডেমোক্রেসি ফোরামের সদস্যরা। সোমবার সকালে ফোরামের সদস্যরা পৌঁছান এলাকায়। মৃতের পরিজন ও গ্রামবাসীদের সাথে কথা বলেন তাঁরা। সংগঠনের সদস্যা মিতা চক্রবর্তী বলেন, পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত সঠিকভাবে করেনি। সঠিক ময়নাতদন্ত হয়নি বলেই মৃতদেহ আগুনে পোড়ানোর বদলে মাটিতে সমাধিস্থ করেছেন পরিবারের লোকেরা।

সেদিনের সংঘর্ষে পুলিশ গুলি চালায়নি বলে জেলা পুলিশ সুপারের দাবীকে নস্যাৎ করে সেভ ডেমোক্রেসির সদস্যা মিতা চক্রবর্তী বলেন, ” চুরি করে চোর কখনও বলে যে সে চুরি করেছে? “। মিতা দেবীর অভিযোগ, পুলিশ সুপারের আদেশেই ছাত্রদের উপর গুলি চালিয়েছিল পুলিশ কর্মীরা। ছাত্রদের মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি করছেন সেভ ডেমোক্রেসি ফোরাম।

Exit mobile version