Archiveরায়গঞ্জ

ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে, পথ অবরোধ রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ টোটো চালকদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে রায়গঞ্জে পথ অবরোধ ও বিক্ষোভ দেখালো কেন্দ্রীয় সরকারের ” প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ” প্রকল্পে প্রশিক্ষণরত একাধিক যুবক- যুবতী।

বৃহস্পতিবার এক মূক ও বধির যুবতীকে উত্যক্ত করার অভিযোগের
প্রতিবাদে রায়গঞ্জ পুরবাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্র- ছাত্রীরা। দোষীদের গ্রেফতার করার আশ্বাসে পথ অবরোধ তুলে নিলেও প্রায় ঘন্টা খানেক রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান ওই প্রকল্পের প্রশিক্ষণরত ছাত্রীরা।

 

অভিযোগ, ওই এলাকার টোটো চালকেরা স্কীল ইন্ডিয়া প্রকল্পে প্রশিক্ষণরত ছাত্রীদের সাথে প্রায় দিনই অশালীন আচরণ করে থাকে। এদিনও এক মূক ও বধির কিশোরীর সাথে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে।

এই খবর ওই প্রকল্পে প্রশিক্ষণরত ছাত্রীদের কানে যেতেই এদিন পুরবাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ থানার আইসি। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নিলেও প্রায় ঘন্টা খানেক রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান তাঁরা।

Related News

Back to top button