কালিয়াগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ, আহত পাঁচ

NBlive কালিয়াগঞ্জঃ দিনের আলোতে বোমা-পিস্তল নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ বাম, কংগ্রেস ও বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাহাপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। বসানো হয়েছে পুলিশ পিকেট।

ঘটনায় আহত এক মহিলা কর্মী সহ তৃণমূলের পাঁচ সদস্য। অভিযোগ, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সহ-সভাপতি বিজয় মিশ্রের সাহাপুরের বাড়ির সামনে এদিন সকালে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূলের দলীয় কার্যালয়ে। ভাঙচুর চালানো হয় তৃণমূলের পতাকা লাগানো একটি গাড়িতে , দলীয় কার্যালয়ে। আগুন লাগিয়ে দেওয়া হয় দলীয় পতাকাতে।

অভিযোগ দুষ্কৃতীদের ঠেকাতে গিয়ে আক্রান্ত হন এক মহিলা সহ পাঁচজন কর্মী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি বিজয় মিশ্র অভিযোগ করে বলেন, কংগ্রেস, সিপিএম ও বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বাম-কংগ্রেস ও বিজেপি।

Exit mobile version