একদিনের জেল হেফাজত বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তীর

 

NBlive ইসলামপুরঃ পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ধৃত বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামীকাল ফের তাঁকে আদালতে তোলা হবে। শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে ইসলামপুর হাসপাতালে প্রায় তিনঘন্টা চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা শঙ্করবাবুকে সুস্থ ঘোষণা করলে পুলিশ শঙ্কর বাবুকে আদালতে নিয়ে যায়।

ইসলামপুর মহকুমা আদালতের এসিজেএম মহুয়া রায় চৌধুরী জেলা সভাপতিকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিন আদালতে যাওয়ার পথে শঙ্কর বাবু বলেন, আমার বক্তব্য যা ছিল তাই আছে। শুধু পুলিশের পরিবার নিয়ে যেই মন্তব্য করেছিলাম সেইটুকু প্রত্যাহাত করছি।

Exit mobile version