ইসলামপুরে জামিন, রায়গঞ্জে জেল শঙ্কর চক্রবর্তীর

NBlive রায়গঞ্জঃ পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় জামিন পেলেও সরকারি সম্পত্তি ভাঙচুর ও জাতীয় সড়ক অবরোধ করার মামলায় ১৪ দিনের জেল হেফাজত হলো বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতির শঙ্কর চক্রবর্তীর। মঙ্গলবার শঙ্কর চক্রবর্তীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন উত্তর দিনাজপুর জেলা আদালতের সিজেএম সুরেশ সিং। জেলা সভাপতির জেল হেফাজতের নির্দেশের খবর পেতেই বিজেপি কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পরে।

উল্লেখ্য, ইসলামপুরের দাড়িভিট বিদ্যালয়ে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলায় ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছিল জেলা বিজেপি। বনধকে কেন্দ্র করে দুটি সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেদিনই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক বিজেপি কর্মীকে দলীয় কার্যালয় থেকে আটক করে পুলিশ।

এরপর রায়গঞ্জ থানার পুলিশ শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে ১৪৮, ১৮৬, ৩৫৩, ৪২৭, ২২০ বি এবং এসবিএনএইচ অ্যাক্ট ধারায় মামলা রুজু করে। আজ তাঁকে রায়গঞ্জ আদালতে তোলা হলে সি জে এম ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Exit mobile version