About Bengal Live
সত্য, ত্রেতা, দ্বাপর পেরিয়ে কলিরও কালের রথ নিত্যই উধাও। পৃথিবী জুড়ে এখন ডিজিটাল যুগ। আন্তর্জালে জড়িয়ে পড়েছে গোটা বিশ্ব। জাল কেটে বেরনোর পথ নেই। জালের বাইরে থাকা মানেই কয়েক যুগ পিছিয়ে পড়া। মানুষ তাই ছুটছে। দ্রুত। সুপার ফাস্ট। গতি যত বেড়েছে, পাল্লা দিয়ে ততই কমেছে সময়। সময়ের সাথে কদম মিলিয়েছি আমরা। বেঙ্গল লাইভ।
সোফায় শরীর এলিয়ে সংবাদপত্র পড়ার দিন শেষ। এখন সাত সমুদ্র তের নদী পেরিয়ে খবর পৌঁছে যাচ্ছে আপনার হাতের মুঠোয়। মুঠোফোনে টাচ করলেই ডানা মেলে হাজির উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ। আপনার এলাকার খবর চোখের পলকে আপনারই চোখের সামনে। আপনার ঘরের কাছে কোথায় কী ঘটছে, কেন ঘটছে তার বিস্তারিত বস্তুনিষ্ঠ খবর সরাসরি আপনার কাছে পৌঁছে দিতেই আমরা নিয়ে এসেছি আমাদের নিউজ পোর্টাল bengallive.in
কোনও গুজব নয়। নির্ভেজাল খবর। রঙ ছাড়া খবর। আমরা কারও পক্ষে নেই, কারও বিপক্ষেও নেই। তবে আমরা নিরপেক্ষও নই। কারণ আমরা সর্বদা সত্যের পক্ষে। মানুষের কাছে সত্যকে তুলে ধরতে আমরা অঙ্গীকারবদ্ধ। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ছড়িয়ে থাকা হাজারো গুজবের মাঝে সত্যনিষ্ঠ খবরকে বেছে নিতে হলে চোখ রাখুন bengallive.in -এ।
রাজনীতি, বিনোদন, দৈনন্দিন ঘটনা ও দুর্ঘটনা, গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা ছাড়িয়ে রাজ্যের হালহকিকত জানাতেই আমাদের এই প্রয়াস। গুজব ও খবরের বিভ্রান্তি দূর করতে একবার দেখে নিন, Bengal Live কী বলল।
বাঙালি মানেই সাহিত্য রসিক। এই ধারণা আমরা পোষণ করি। তাই বাংলা ভাষার এই পোর্টালে রাখা হয়েছে আলাদা একটি সেগমেন্ট পোর্টজিন।
আজ থেকেই চোখ রাখুন Bengal Live -এ। গুজবে নয়, খবরে থাকুন। লাইভে থাকুন। আপডেটেড থাকুন।