স্ক্রাব টাইফাস, ডেঙ্গু ও জাপানি এনসেফালাইটিসের যৌথ হানা উত্তরবঙ্গে
স্ক্রাব টাইফাস,জাপানি এনসেফালাইটিস, ডেঙ্গুর যৌথ হানা উত্তরবঙ্গে।
Bengal Live শিলিগুড়িঃ বিগত কয়েকদিন থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আচমকাই হানা দিয়েছে অজানা জ্বর। মূলত জলপাইগুড়ি, শিলিগুড়িতে শতাধিক শিশু জ্বর, নিউমোনিয়া, পেট ব্যাথার সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজেও ১৫-১৬ জন শিশু এখনও পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন৷ আচমকা শিশুদের অসুস্থ হয়ে পড়ায় চিন্তা দেখা দিয়েছিল স্বাস্থ্য দপ্তরের কর্তাদের মধ্যে। কী কারণে হঠাৎ শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে সেই প্রশ্ন খুঁজতে শুরু করেন চিকিৎসকরা৷ বেশ কয়েকজন শিশুর নমুনা পাঠানো হয় কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে।
বুধবার সেই রিপোর্ট আসার পরেই জানা গেছে, স্ক্রাব টাইফাস ও জাপানি এনসেফালাইটিস, ডেঙ্গু থাবা বসিয়েছে শিশুদের মধ্যে। তবে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা৷ তিনি বলেন, ভয়ের কোনও ব্যাপার নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। স্ক্রাব টাইফাসের চিকিৎসার জন্য সামান্য কিছু এন্টিবায়োটিক ব্যবহার করলেই সুস্থ হয়ে উঠবে শিশুরা। তিনি জানান, জলপাইগুড়ির ১ জন শিশুর জাপানি এনসেফালাইটিস,১ জনের ডেঙ্গু ও অন্যদিকে দার্জিলিং জেলার ৬জন শিশু স্ক্রাব টাইফাসে ও ৬ জন শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে।