পোর্টজিন
“কেন এ স্বাধীনতা” লিখেছেন অমিতাভ মুখার্জী
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
স্বাধীনতা স্বাধীনতা !! খায় না পড়ে!
নাকি ফেস্টুনেতে ভরে !
আজব দেশে পথের ছেলে
ভেবেই শুধু মরে।
এইতো সেদিন ময়নার মা
কাজের ফাঁকে বাবু–
গা গতরে পুষিয়ে দিব
ভাত জোটেনি তবু।!
রাম রতনের মেয়ে সেদিন
উবে গেল রাতে!
খোঁজ মেলেনি আজও কেন
প্রশাসনের হাতে।
স্বাধীন শুধু ফেস্টুন আর
রাতের জলসা গানে
হাজার প্রতিশ্রুতি ঝরে
বেজায় বাজে কানে।
স্বাধীন শুধু অক্ষরে ভাই
ভিখারীর ফুটো থালায়,
চা দোকানে কাপডিস ধুয়ে
ছোট্ট শিবুর গলায়।
পতাকা উড়ে আকাশ পানে
ফিসফিসিয়ে বলে-
একটা সুভাষ আনতে পারিস!
এই ধরার তলে।
মিলিয়ে যাবে প্রতিশ্রুতি
হাসবে সকল প্রাণ
সবাই আবার উঠবে গেয়ে
বেঁচে থাকার গান।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।