পোর্টজিন
“স্বাধীনতা দিবস” লিখেছেন সুমনা পাল মুখার্জি
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
অব্যক্ত ব্যাথা ছিল বুকে
শত শত শহীদদের বলিদানে
ছিল চরম নিষ্ঠা আত্মত্যাগে,
শঙ্খ ধ্বনি আর প্রদীপের আলোয়
এসেছিল স্বাধীনতার রাত্রি।
অসংখ্য নারী বিদায় দিয়েছিল
স্বামী-সন্তান দেশমাতৃকার চরণোতলে-
যেন ভুলে না যাই সেইসব
উজ্জ্বল ইতিহাসের পাতা।
আজ সব বিবর্ণ
গোপন হানাহানি
অভুক্ত পিতা-মাতা
শিশুরা পড়ে থাকে রাস্তায়
রাতের আঁধারে নারী আজও পণ্য
বিকিয়ে যায় জিনিস পত্রের মতো
নিরাশার অন্ধকার চারদিকে একুশ শতকে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।