পোর্টজিন
“দু এক কথা ১৬” লিখেছেন তীর্থঙ্কর সুমিত
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একটা টেবিল,দুটো চেয়ার
সাথে একবুক হাহাকার
চায়ের কাপে চুমুক,ফেলে আসা অতীত
আর স্মৃতি জড়ানো মায়ের মুখ
লালটিপ,সিঁদুর,স্নেহের বন্ধন
কাছে এসে আবার হারিয়ে যায়
উনুনের ওপর উনুন চাপিয়েছি
তাই ভাত দল তাড়াতাড়ি হয়
কিন্তু,তালপাতা বা সুপারি পাতা
আজ আর আমাদের উনুনে দেহ রাখেনা
তাই এখন শুধু ওষুধের স্বাদ
ভালো থেকো আবেগী বিকেল,মাঠের ধার,নদীর কথা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।