পোর্টজিন
“চোরাবালি” লিখেছেন আভা সরকার মন্ডল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমার ভালো-মন্দ, পাওয়া না পাওয়ার সঙ্গে
পরিচিত নও তুমি
পরিচয় নেই আমার পছন্দের সাথে ও
তবু ও আমার ভালো থাকা, তোমার অধীন।
স্বভাবতই চোরাবালি গভীর হয়েছে ধীরে ধীরে
পায়ের তলার মাটি হয়েছে আলগা
অজান্তেই ফাঁক ফোকর হয়েছে প্রসারিত।
চোরাবালি সাঁতরে ভেসে থাকার যুদ্ধে
নিমজ্জিত এখন পঞ্চ ইন্দ্রিয়
ডুবেই যাক কিংবা ভেসে
পায়ের তলা মাটি পাবে না আর….
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।