রাজ্য

বেতন না পাওয়ায় সেফ হোমের সাফাই কর্মীদের বিক্ষোভ

বেতন না পেয়ে আন্দোলনে নামলেন সেফ হোমের সাফাই কর্মীরা। বেতন না পাওয়া পর্যন্ত কাজ করবেন না বলে দাবি কর্মীদের।

 

কোচবিহারঃ দীর্ঘ কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় আন্দোলনে নামলেন সেফ হোমের সাফাই কর্মীরা। সোমবার কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোমের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান তারা। বেতন না পাওয়া পর্যন্ত কাজ করবেন না বলে সাফ জানিয়েছেন তারা।

করোনা আবহে স্বাস্থ্যদপ্তর কোভিড আক্রান্তদের জন্য সেফ হোম হিসেবে ব্যবহার করেছে কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামকে।সেই সেফ হোম পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়োগ করা হইয়েছিল সাত জন সাফাই কর্মীকে । দীর্ঘ কয়েক মাস ধরে করোনা পরিস্থিতিতে সাফাই কাজের দায়িত্ব পালন করে চলেছেন তারা। তবে নিজেদের কাজ করেও তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ সাফাই কর্মীদের।

বাড়ছে সংক্রমণ, সপ্তাহে দুইদিন বাজার বন্ধের সিদ্ধান্ত পুরসভার

তারা আরও জানান, যেই ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা সাফাই কর্মী হিসেবে কাজে নিয়োগ হয়েছেন তাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হলেও জানানো হয়, এখনও বিল পায়নি তারা৷ তাই সোমবার বেতন না পাওয়ার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান ওই সাত সাফাইকর্মী। এদিন কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোমের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান কর্মীরা।কর্মীদের দাবি, বেতন না পাওয়া পর্যন্ত কাজ করবেন না তারা।

Related News

Back to top button