ফুট ব্রিজ মেরামতির দাবীতে সরব বালুরঘাটবাসী
প্রায় এক বছর থেকে ভেঙে রয়েছে ফুটব্রীজ। মেরামতি অথবা পূর্ণনির্মাণের উদ্যোগ নেই প্রশাসনের।
Bengal Live বালুরঘাটঃ দীর্ঘদিন ধরে অর্ধভগ্ন হয়ে পড়ে থাকা ফুট ব্রিজ মেরামত বা পুনঃনির্মাণের দাবীতে সরব বালুরঘাটবাসী। ব্রিজটি ভেঙে পড়ার একবছরের বেশী সময় হতে চললেও তা মেরামত বা পুনঃনির্মাণের ব্যাপারে প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠেছে অভিযোগ। যাতায়াতের সমস্যায় পড়ে ক্ষুব্ধ শহরবাসী।
একবছর ধরে অর্ধভঙ্গ অবস্থায় পড়ে রয়েছে বালুরঘাট শহরের আত্রেয়ী খাড়ির ওপর নির্মিত লোহার ফুট ব্রিজ। একসময় বড় বাজার সংলগ্ন গীতাঞ্জলী পাড়ার সাথে ডাক বাংলা পাড়ার সংযোগ রক্ষার জন্য সরকারি উদ্যোগে বিকল্প পথ হিসাবে নির্মিত হয় এই সেতু । ক্রমেই বালুরঘাটবাসীর কাছে পছন্দের স্থান পায় এই বিকল্প ব্রিজ। বছর খানেক আগে হঠাৎই এই ফুট ব্রিজের একটি অংশ ভেঙ্গে পড়ে। যার জেরে শহরের এই ফুটব্রিজ দিয়ে যাতায়াত একদম বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনার প্রায় একবছরের বেশী সময় অতিবাহিত হয়ে এলেও ব্রিজটি মেরামতির ব্যাপারে কোন তৎপরতা দেখা যায়নি প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ শহরের বাসিন্দাদের। শর্টরুট হিসাবে ফুট ব্রিজ ব্যবহারের আশা ছেড়ে ফের ঘুরপথেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বালুরঘাটবাসী।