রায়গঞ্জ

পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য ইটাহারে

রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি ইটাহার গ্রাম পঞ্চায়েত অফিসে৷ কম্পিউটার, ল্যাপটপ সহ বহু সামগ্রী চুরি গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের৷

 

Bengal Live ইটাহারঃ পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার, ল্যাপটপ সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ছুটে আসেন প্রধান অশোক বর্মন সহ দপ্তরের অন্যান্য কর্মীরা। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসে ইটাহার থানার পুলিশ। পঞ্চায়েত অফিসের কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী অফিসে আসার পরই লক্ষ্য করেন অফিসের মূল গ্রীলের গেট তালাবন্ধ থাকলেও অফিসের সমস্ত ঘরের দরজার তালা ভাঙা। তিনি সাথে সাথেই গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক বর্মনকে খবর দেন। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকেও। পুলিশ আসলে অফিসের মূল গেটের তালা খুলে দেখা যায় সমস্ত ঘরের তালা ভাঙা। ঘরের ভেতরে থাকা কম্পিউটার এবং আলমারি ভেঙে ভেতর থেকে ল্যাপটপ সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে।

পঞ্চায়েত প্রধান অশোক বর্মন বলেন, অফিসের মূল গেটে তালাবন্ধ করা থাকলেও দোতালার সিড়ির গেটে তালা দেওয়া থাকেনা। অনুমান দুষ্কৃতীরা সেই পথেই ভেতরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। ইটাহার থানায় চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

Related News

Back to top button