রাজ্য

মৃতদেহ ভেসে আসতে পারে, আশঙ্কায় গঙ্গায় নজরদারি শুরু

মৃতদেহ নজরে এলেই তা উদ্ধার করে সম্মানের সাথে সৎকারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

 

Bengal Live মালদাঃ গঙ্গায় মৃতদেহ ভেসে আসার আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে নজরদারি শুরু হলো মালদায়। নবান্নের নির্দেশে এদিন সকাল থেকে আটটি নৌকা নামানো হয়েছে গঙ্গায়। নজরদারি শুরু হয়েছে মালদার মানিকচক, কালিয়াচক ২-৩ নম্বর ব্লকের নদী তীরবর্তী স্থান গুলিতে। পাশাপাশি মৎসজীবী ও নৌকায় যাত্রী পরিবহনের সাথে যুক্তদের জানানো হয়েছে, গঙ্গায় মৃতদেহ দেখলেই স্থানীয় থানা অথবা প্রশাসনকে জানাতে।

বিগত কয়েকদিন থেকেই পড়শি রাজ্যে গঙ্গায় একাধিক মৃতদেহ ভাসতে দেখা যায়। করোনা সংক্রমিতদের মৃতদেহ সন্দেহ করে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। এই ঘটনার বিরূপ প্রভাব যেন এই রাজ্যে না পরে তারজন্য সময় থাকতেই পদেক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। নবান্ন থেকে মালদার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে৷ আর তারপরেই আটটি নৌকা, সিভিল ডিফেন্সের টিমকে নামানো হয়েছে নজরদারিতে। বাংলা বিহার সীমান্ত লাগোয়া মালদার মানিকচক ও ভুতনি এই দুই থানার পুলিশও শুরু করেছে নজরদারি। কোনও মৃতদেহ নজরে এলেই তা উদ্ধার করে সম্মানের সাথে সৎকার করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

এই বিষয়ে রাজ্যের জল পরিবহন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মৃতদেহ সৎকারের জায়গা চিহ্নিত করা হয়েছে। কোনও মৃতদেহ নদীতে ভেসে থাকতে দেখা দিলেই তা উদ্ধার করে কোভিড প্রটোকল মেনে সৎকার করা হবে।

Related News

Back to top button