গ্রেপ্তার রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর
তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার কাউন্সিলর। শুক্রবার রাতে রায়গঞ্জ থানার পুলিশ অসীম অধিকারীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ , পালটা অভিযোগ কাউন্সিলরের
Bengal Live রায়গঞ্জঃ গ্রেপ্তার করা হলো রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীকে। শুক্রবার সন্ধ্যায় অসীম অধিকারীকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করার অভিযোগেই অসীম অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গেছে।
উত্তর দিনাজপুরে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
শুক্রবার সকালে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকারকে মারধর করার অভিযোগ ওঠে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জখম তৃণমূল কর্মী এরপরেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিজিৎ সরকারের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল অসীম অধিকারী। সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই মারধর করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করার অভিযোগ করেন অভিজিৎ।
উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সাইবার ক্রাইমে অভিযোগ জানালো তৃণমূল
এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ অস্বীকার করে পালটা অভিজিৎ সরকারের বিরুদ্ধেই মারধর করার অভিযোগ আনেন অসীম অধিকারী।