শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুরে

আপাতত গরমের হাত থেকে স্বস্তি মিলতে চলেছে রাজ্যের বাসিন্দাদের। আগামী শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের৷
Bengal Live ডেস্কঃ সোমবার রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সকালে তেমন বৃষ্টি না হলেও আবহাওয়া শীতল রয়েছে। এবং আকাশ মেঘলা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত উত্তরসঙ্গে এমনই আবহাওয়া থাকবে। ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হবে উত্তরের আট জেলাতেই।
উত্তর দিনাজপুরে ১০ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়খন্ডের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে রাজ্য জুড়েই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গেছে, ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুরের পাশাপাশি উত্তরবঙ্গের আটটি জেলাতেই। দক্ষিণের জেলাগুলিতেও থাকবে একই রকম পরিস্থিতি৷