সাতসকালে উদ্ধার দাঁতাল হাতির মৃতদেহ
একদিকে পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার। অপরদিকে একদল হাতির তান্ডবে লক্ষাধিক টাকার ক্ষতি বাসিন্দাদের।
বাড়ীতেই বানিয়ে ফেলুন বাংলাদেশের ইলিশ মাছের দম বিরিয়ানি। জানুন রন্ধন প্রণালী।
Bengal Live আলিপুরদুয়ারঃ ফের হাতির মৃত্যু। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া খাউচাঁদপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে একটি হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের কর্মীদের। তবে ময়নাতদন্তের পরেই হাতিটির মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে দাবি বন দপ্তরের।
বাংলাদেশ স্পেশাল রেসিপিঃ বারবিকিউ প্রণ
এদিকে সোমবার গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামপঞ্চায়েতের ৫ টি বাড়ি এবং কয়েক বিঘা জমির ভুট্টা ও পাট ক্ষেত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গল থেকে বেরিয়েছিল একদল হাতি। সেখান থেকেই জঙ্গল লাগোয়া এলাকায় তান্ডব চালায় হাতির দল। মনে করা হচ্ছে খাবারের খোঁজেই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতির দলটি। বন দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।