রায়গঞ্জ

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ল উত্তর দিনাজপুরে

গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর আক্রান্ত ৮৭। রায়গঞ্জ পুরসভা এলাকায় আক্রান্ত ২৮।

 

Bengal Live রায়গঞ্জঃ দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ল উত্তর দিনাজপুর জেলায়। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ৮৭ জন। করোনা মুক্ত হয়েছেন ১০৪ জন। মৃত্যু হয়েছে আরও একজনের। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯১২০ জন। সুস্থ হয়েছেন ৭৭২৬জন। করোনায় মৃত্যু হয়েছে ৮২ জনের।

 

এদিকে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রায়গঞ্জ পুরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ২৮ জন। সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। সাতজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও ২ ও ১০ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ৪ জন করে। ১৯ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ৩ জন। ২ জন করে আক্রান্ত হয়েছেন ৯ ও ২৩ নম্বর ওয়ার্ডে। ১ জন করে করোনা রোগীর সন্ধান মিলেছে ৬,১১,১২,২১,২২,২৪ নম্বর ওয়ার্ডে।

Related News

Back to top button