করোনা আক্রান্ত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী
ষষ্ঠ দফার নির্বাচনের আগে রায়গঞ্জে রোড শো সহ একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দেবশ্রী চৌধুরী। জেপি নাড্ডা, মিঠুন চক্রবর্তীর রোড শো’তেও দেখা গিয়েছিল তাঁকে।
ডিজেলের বদলে মিলছে কেরোসিন, পেট্রোল পাম্পে ব্যাপক বিক্ষোভ চালকদের
Bengal Live ডেস্কঃ করোনা আক্রান্ত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। শনিবার নিজেই একথা ট্যুইট করে জানিয়েছেন তিনি। হালকা উপসর্গ রয়েছে তাঁর বলে জানিয়েছেন দেবশ্রী চৌধুরী। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধও খাচ্ছেন বলে ট্যুইট বার্তায় জানিয়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
আক্রান্তের সংখ্যা বাড়ছে রায়গঞ্জে, কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরসভা
প্রসঙ্গত, ষষ্ঠ দফার নির্বাচনের আগে শেষ দিনের প্রচারে রায়গঞ্জে রোড শো করেন দেবশ্রী চৌধুরী। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে রোড শো’তে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ফেখা গিয়েছে মন্ত্রীকে। এদিন ট্যুইট বার্তা মন্ত্রী লেখেন, বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁর সকলেই যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করে নিন।
I've tested positive for COVID-19 with mild symptoms. Post the confirmation, I am taking all the necessary precautions
and the required medication.I would request those who came in contact with me in the recent past to get themselves tested at the earliest.
— Debasree Chaudhuri (@DebasreeBJP) April 24, 2021