COVID 19: মঙ্গলবার থেকে ফের সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
করোনা সংক্রমণ রুখতে আগামীকাল থেকে ফের সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। পুণরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য থাকবে ছুটি।
Bengal Live ডেস্কঃ করোনা পরিস্থিতি প্রতিনিয়ত উদ্বেগের মাত্রা ছাড়াচ্ছে। গত বছর করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই বছর অবস্থা খানিকটা নিয়ন্ত্রণে আসায় ফেব্রুয়ারি মাসে খোলা হয় স্কুল গুলি। এক্ষেত্রে প্রায় এক বছর পর সব রকম বিধি নিষেধ মেনেই হচ্ছিল ক্লাস। কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরই ক্লাস চলছিল। নিয়মিত স্কুলে আসছিলেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরাও। কিন্তু মার্চ থেকে পুনরায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তাই এই অবস্থায় গরমের ছুটি এগিয়ে এনে স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। পড়ুয়াদের পাশাপাশি একই ভাবে শিক্ষক – শিক্ষিকাদের জন্যও বন্ধ থাকবে স্কুল। তবে আগের মতই চলবে অনলাইন ক্লাস। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত জারি থাকবে ছুটি।
রায়গঞ্জে রোড শো শেষ না করেই ফিরে গেলেন জেপি নাড্ডা
সোমবার এ বিষয়টি জানান রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আপাতত শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানানো হয়েছে। সব রকম আলোচনার পর সোমবার বিকেলে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর।