শিলিগুড়িতে মেট্রো, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা দেবশ্রী চৌধুরীর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝেই উত্তরবঙ্গের উন্নয়নে বড় ঘোষণা রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর।
বিহার পুলিশ মৃত্যু মামলাঃ গ্রেপ্তার তিন গোয়ালপোখরে
Bengal Live রায়গঞ্জঃ বিধানসভা নির্বাচন চলাকালীন উত্তরবঙ্গের জন্য বিশেষ তিনটি প্যাকেজ ঘোষণা করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ শহরের উত্তর সুদর্শনপুরে তাঁর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গের জন্য এইমস হাসপাতাল, শিলিগুড়ির সাথে কলকাতা যোগাযোগের জন্য নেতাজী এক্সপ্রেস ওয়ে এবং শিলিগুড়িতে মেট্রো রেল চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
রায়গঞ্জের বিজেপি সাংসদ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে উত্তরবঙ্গের জন্য ৩ টি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কথা ঘোষণা করেন দেবশ্রী চৌধুরী। কলকাতার মতো এবার শিলিগুড়িতেও চালু করা হবে মেট্রো রেল পরিষেবা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এও ঘোষণা করেন পশ্চিমবঙ্গে ৩টি এইমস হাসপাতালের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কল্যানীতে একটি এইমস হাসপাতাল নির্মাণ হয়েছে। মন্ত্রীর ঘোষণা উত্তরবঙ্গেও একটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল।
চতুর্থ দফার ভোটঃ মৃত পাঁচ কোচবিহারে
তিনি উল্লেখ করেন, বিগত বামফ্রন্ট সরকার ও দশ বছরের তৃণমূল কংগ্রেস সরকার রায়গঞ্জে এইমস হাসপাতাল করতে দেয়নি। এইমস ও মেট্রো রেলের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে কলকাতার সাথে উত্তর-পূর্ব ভারতের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ৬৭৫ কিলোমিটার ” নেতাজী এক্সপ্রেস ওয়ে নির্মাণের কাজ চলছে যা খুব দ্রুত শেষ করে দেওয়া হবে। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর এহেন প্রকল্পের ঘোষণায় উজ্জীবিত উত্তরবঙ্গের বিজেপি শিবির।