ইটাহার, করণদিঘি সহ বাকি ১৩ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
দীর্ঘ জল্পনার অবসান। উত্তর দিনাজপুর জেলার বহুল চর্চিত দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ট্যুইট করে মঙ্গলবার নাম প্রকাশ করা হয়।
Bengal Live রায়গঞ্জঃ অবশেষে করণদিঘি ও ইটাহার বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার দুই বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মোট ১৩ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ উত্তরবঙ্গের পাহাড়ের তিন কেন্দ্রের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।
কয়েকদিন আগেই রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ১৪৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও করণদিঘির ব্লকের প্রার্থীর নাম সেদিন ঘোষণা করা হয়নি৷ এরপর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের দুই বিদায়ী বিধায়ক টিকিট পেতে চলেছেন বিজেপি থেকে ? এই নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা যায় বিজেপি কর্মীদের মধ্যেও। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে দিল বিজেপি নেতৃত্ব।
জানা গেছে, করণদিঘি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুভাষ সিংহকে। ইটাহার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অমিত কুমার কুন্ডুকে।