রায়গঞ্জ

জল্পনার অবসান, স্বয়ং পিকে-র সঙ্গে বৈঠক করলেন অরিন্দম সরকার

সমস্ত জল্পনার অবসান৷ তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাথে একান্ত বৈঠক করলেন রায়গঞ্জ পুরসভার উপ-পুরপতি অরিন্দম সরকার৷

 

 

Bengal Live রায়গঞ্জঃ প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই রায়গঞ্জে অরিন্দম সরকারকেই চাই বলে দাবি তুলছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছেছিল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। বহিরাগত কোনও প্রার্থীকে মানা হবে না বলেই স্লোগান তোলা হয়েছিল জেলা কার্যালয়ের সামনে। এরপর প্রার্থী ঘোষণা হওয়ার পর সরাসরি সংবাদ মাধ্যমের সামনে প্রার্থী নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন অরিন্দম সরকার৷ এরপর থেকেই শহরজুড়ে চলছিল নানান জল্পনা। তবে কী অরিন্দম সরকার নির্দল প্রার্থী হয়ে লড়বেন? নাকি বিজেপিতে যোগ দেবেন তিনি? নাকি চাপের মুখে পড়ে প্রার্থী বদল করার সিদ্ধান্ত নেবে দল? এমনই নানান প্রশ্ন শহর থেকে গ্রামে ঘুরছিল।

শনিবার সেই সব জল্পনায় জল ঢাললেন খোদ অরিন্দম সরকার। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাথে বৈঠক করার পর বেঙ্গল লাইভকে অরিন্দম সরকার জানান, রায়গঞ্জে ফিরেই দলীয় প্রার্থীর হয়ে সকলে মিলে প্রচারে নামবো। দলের হয়েই আমরা সকলে কাজ করবো। যা সমস্যা ছিল সবটাই মিটে গিয়েছে। দলের বাইরে আমরা কেউ নয়। দিদির হাত শক্ত করতে আমরা সকলে একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামবো। সাধারণ মানুষের ভালো থাকার লড়াই সেখানে আমি কী পেলাম, কী পেলাম না সেটা বড় কথা নয়। দিদিকে তৃতীয় বারের জন্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

Related News

Back to top button