পোর্টজিন
সেই স্বপ্ন – সেখ আনওয়ারুল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
সেই স্বপ্ন দেখতে গিয়ে,
গভীর অন্ধকারে হারিয়ে ফেলি।
চোখ তুলে দেখি চারিদিকে নিঝুম।
সেই স্বপ্ন পাবো বলে
আবার ছুটে পড়ি।
স্বপ্ন দেখা পাবার ছলে,
স্বপ্নের ভালোবাসায় জীবন ভরি।
জীবনের স্বপ্ন যায় হারিয়ে, অজানা কোন পথে।
সেই স্বপ্নের খোঁজে,
আজো চলতেই আছি।
যাবার পথে কত বাধা-বিঘ্ন
সব সহ্য করে যাই পেরিয়ে। স্বপ্নের দেখা পাবো বলে আলো আনন্দময় হবে যে জীবন।
তাই আজও
সেই স্বপ্নের আলো আনন্দময় জীবনের খোঁজে চলতে আছি।
জীবন মানে স্বপ্ন দেখা
আশা বেঁধে মনে
জীবন মানে সুখ দুঃখ ভালোবাসার সনে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।