রায়গঞ্জ

কিডনির অসুখে আক্রান্ত দুই তরুণ, পাশে দাঁড়ালেন রায়গঞ্জের সওদাগর

কিডনির জটিল রোগে আক্রান্ত রায়গঞ্জের দুই তরুণ৷ চরম আর্থিক অনটনের মধ্যে প্রায় বন্ধ তাদের চিকিৎসা। খবর জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিল্পপতি।

সামনে বিধানসভা নির্বাচন, চা চক্রে গিয়ে জনসংযোগ বাড়াচ্ছেন কৃষ্ণ কল্যানী

 

Bengal Live রায়গঞ্জঃ কিডনির জটিল রোগে আক্রান্ত রায়গঞ্জের দুই তরুণ। পরিবারের চরম আর্থিক অনটনের জেরে কার্যত বন্ধ হয়ে রয়েছে চিকিৎসা। দুইজনেরই চলছে ডায়ালিসিস। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই তরুণেরই কিডনির সমস্যা প্রবল আকার ধারণ করেছে। ক্রিয়েটিনিন লেবেলও স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। আর্থিক অনটন থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসার খরচ জোগাতে। খবর জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী।

গুঞ্জন হল সত্যি, এবার কি তবে রায়গঞ্জের পদ্ম প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যানী ?

জানা গেছে, রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর বাসিন্দা দীপ ব্যানার্জীর বয়স ২৪। গত সাত মাস থেকে কিডনি সমস্যা দেখা দিয়েছে তাঁর। তরুণের বাবা দুলাল ব্যানার্জী পেশায় চা ব্যবসায়ী। বিধাননগর মোড়ে একটি ছোট চায়ের দোকান চালিয়েই সংসার চালাচ্ছেন তিনি। দুলাল বাবু জানান, দীপের পায়ে সংক্রমণ হয়েছিল। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়ার পর থেকেই কিডনির সমস্যা ক্রমশ প্রকট হয়ে ওঠে। এরপর থেকেই সপ্তাহে দুই-তিনবার ডায়ালিসিস করে যেতে হচ্ছে। সংসারের খরচ চালিয়ে ছেলের চিকিৎসার খরচ জোগাতে নাভিঃশ্বাস উঠছে বলে জানিয়েছেন দুলাল ব্যানার্জী।

এদিকে রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা রুবাই রজক কিডনির সমস্যায় ভুগছেন প্রায় আড়াই বছর থেকে। রুবাইয়ের মা বেবি রজক জানিয়েছেন চিকিৎসক কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু বিপুল পরিমাণ খরচের জন্য কার্যত থমকে রয়েছে ছেলের চিকিৎসা।

নিজের উদ্যোগেই রাস্তা বানাচ্ছিলেন গ্রামবাসীরা, সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জের শিল্পপতি

সোমবার শহরের দুই তরুণের বাড়িতে যান শিল্পপতি কৃষ্ণ কল্যানী। রোগীর পরিজনদের সাথে কথা বলেন তিনি। চিকিৎসার বিপুল খরচ ও আর্থিক অনটনের কথা জানতে পেরে পাশে থাকার আশ্বাস দেন কৃষ্ণ কল্যানী। পাশাপাশি দুই পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।

Related News

Back to top button